ভারত আফগানিস্থানের মধুর সম্পর্ক! পাকিস্তানের কি?
ভারত আফগানিস্থানের মধুর সম্পর্ক! পাকিস্তানের কি?
ভারতের প্রসংশায় পঞ্চমুখ আফগানিস্তান। বিপরীতে তিরস্কার দিচ্ছে পাকিস্তানের। কিন্তু কেন? কি এমন হচ্ছে আফগানিস্থান, পাকিস্তান ও ভারতের মধ্যে, তা জানাবো? সাথে আফগানিস্তানে এবার মাল্টার বামপার ফলন হয়েছে। মহাখুশি আফগানিস্তানের সাধারণ কৃষকেরা। এদিকে আফগানিস্তানের বালখের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করেছে কয়েক ডজন নারী শিক্ষার্থী – পাশ করে পশ্চিমাদের দিলেন মেসেজ।
আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের মধ্যে তৃমুখি অবস্থা সম্পর্কে। যেখানে আমরা ভাবি আফগানিস্তান পাকিস্তান ভাই ভাই, কিন্তু হচ্ছে উল্টো। আফগানিস্তানের জনগণ পাকিস্তানের ঘৃণা করে। কয়েকদিন আগেই পাকিস্তান আফগানিস্তানের ওপর হামলা করেছে। যেখানে আফগানিস্তানের অনেক নারী ও শিশু মারা গেছে। সাথে অনেক জানমালের ক্ষতি হয়েছে।

আর আফগানিস্তানের ওপর পাকিস্তানের এই হামলার পরে আফগানিস্থানের পাশে সবার আগে এসে দাড়িয়েছে ভারত । ভারত এই হামলায় আহতদের চিকিৎসা করার জন্য বিমান ভর্তি চিকিৎসার সরঞ্জাম বিভিন্ন শুকনো খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা পাঠিয়েছে।
এই বিষয়ে আফগানিস্তানের মিডিয়া “Afghanistan Today “একটি পোস্টে জানান, যেখানে আমাদের প্রতিবেশি পাকিস্তান আমাদের ওপর বোমা হামলা করছে। আমাদের বাচ্চাদের হত্যা করছে, সেখানে ভারত বোমার বদলে মানবিক সহায়তা পাঠাচ্ছে, এদ্বারা ভারত ও পাকিস্থাসের মধ্যে পার্থক্য স্পষ্ট বোঝা যায়, কারা শত্রু আর কারা বন্ধু।
এদিকে আফগানিস্তানে মাল্টা চাষে বাম্পার ফলন হয়েছ। আফগানিস্তানের মাল্টার বাজারে কৃষকের আনন্দ দেখার মতন। তকবির দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে। তারা বলছে ফলের জন্য আমাদের আর পাকিস্তানের ওপর ভরসা করে থাকতে হবে না। আমাদের দেশেই ভালো ফল হচ্ছে। যা গুনেমানে কোনো অংশে কম নয়।

সাথে আরো জানাবো, আফগানিস্তানের মেয়েদের শিক্ষা সম্পর্কে। আমরা অনেকে তো মনে করি, তালেবান সরকার এসে আফগানিস্তানের মেয়েদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করছে। কিন্তু এবার এমন খবর বেরিয়ে আসছে, যেখানে দেখা যাচ্ছে, আফগানিস্তানের বালখের একটি মাদ্রাসা থেকে কয়েকডজন মেয়ে স্নাতক ডিগ্রি পাশ করেছেন।

পাশ করার পর, একটি অনুষ্ঠানে তারা বর্তমান তালেবান সরকারকে সমর্থন করে বলে। পশ্চিমা বিশ্ব মনে করে আফগান নারীরা, আফগানিস্থানের প্রতিনিধিত্ব করে না। তাহলে আমরা কি করছি। আমাদের নাকি পড়াশোনার সুযোগ দেওয়া হয়না তাহলে কিভাবে আমরা সর্বোচ্চ ডিগ্রি পেলাম।






